শ্রীলঙ্কায় সোশ্যাল মিডিয়া বন্ধ
গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় শ্রীলঙ্কা সরকার দেশটির সোশ্যাল মিডিয়া সাময়িক বন্ধ ঘোষণা করেছে।
বার্তা সংস্থা রয়টার্স ও শ্রীলঙ্কার ডেইলি মিরর খবর দিয়েছে, হামলার পর গুজব ঠেকাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম সাময়িকভাবে বন্ধ করেছে সরকার।
লঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সচিব সচিব উথারা আর সেনেভিরত্নে এক বিবৃবিতে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। সেটি ঠেকাতেই সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। সন্ত্রাসীদেরও চিহ্নিত করে শাস্তি দেয়া হবে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।
এর আগে রোববার সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার রাজধানীর কলম্বোয় গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলা চালায় সন্ত্রাসী। এতে এখন পর্যন্ত ১৮৭ জন নিহত ও ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন।
তিনটি গির্জায় ইস্টার সানডে’র প্রার্থনা চলাকালে এবং তিনটি হোটেলে এই হামলা চালানো হয়।
ইন্ডিয়া টুডে খবর দিয়েছে, নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
একের পর এক লাশ গণনার মধ্যেই দুপুর ২টা নাগাদ কলম্বোর কাছে দেহিওয়ালা এলাকায় চিড়িয়াখানার কাছে ছোট্ট একটি হোটেলে বিস্ফোরণ হয়। এতে আরও ২জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনার পরই কলম্বোর দেমাতাগোদা জেলায় অষ্টম বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে সেখানে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ইতোমধ্যে সরকার রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন