শ্রেষ্ঠতম তোমার আসন
যাদুকরের যাদুর চেয়েও আজব যাদু কণ্ঠে তোমার
উচ্চারণে কী বলিয়ান শক্তি কী ওই শব্দ বোমার!
বজ্রনাদে গর্জে উঠে তুললে আঙুল উর্ধ্বপানে
উড়ে গেলো পাকির গদি এক আঙুলের সেই তুফানে।
সম্মোহনী উচ্চারণে পাহাড় সম উঁচিয়ে মাথা
ঝরঝরে সব কথায় দিলে নির্দেশনার শব্দগাথা।
দেহের ভাষা চোখের ভাষা মুখের ভাষার ইন্দ্রজালে
নরপশু পিশাচসম পাকিস্তানি ভূত তাড়ালে।
দুইশ বছর এ দেশ ছিল শৃংখলিত দাসের ভূমি
দাসত্বের ওই শিকল ভেঙে স্বাধীন স্বদেশ দিলে তুমি।
জন্ম তোমার যায়নি বৃথা, আমরা ছিলাম অন্ধকূপে
বিশ্ববুকে দাঁড় করালে বাঙালিকে মানুষ রূপে।
বিশ্বজুড়ে কোনো নেতার আর শুনিনি এমন ভাষণ
আমার প্রাণে আমার গানে শ্রেষ্ঠতম তোমার আসন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন