সংকল্প || শফিকুল ইসলাম গাজী

সংকল্প
শফিকুল ইসলাম গাজী


আমি হবো রণাঙ্গনের
দুঃসাহসী বীর।
খোদার পথে লরে যাবো,
উচ্চ রেখে শির।

সকল দ্বিধার বাঁধন ছিঁড়ে
প্রাণের মায়া ভূলে,
এগিয়ে যাবো অগ্রপানে
ন্যায়ের নিশান তুলে।

সব রকমের অত্যাচারে
হানবো চরম আঘাত,
রাতের কালো পর্দা চিরে
আনবো আলোর প্রভাত।

আমার ডাকে নিদমহলে
পড়বে নতুন সাড়া,
জাগবে মানুষ খোদার প্রেমে
হয়ে পাগল পারা।