সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র কমর্সূচিতে হামলায় রাঙামাটিতে বিক্ষোভ
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র এনসিটিবি ভবনে ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামে সংগঠনের হামলা প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা রাঙামাটির ব্যানারে শহরের জিমনেমিয়াম চত্বর থেকে শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয় সড়কের সামনে থেকে ঘুরে গিয়ে জিমনেসিয়াম এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এ সমাবেশ হয়।
এসময় জিমনেসিয়ামের পাশে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মধ্য সমাবেশ করায় সড়কের উভয় দিকে যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তব্যে দেন শিক্ষার্থী উজাই মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোমেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক সৌমিত্র চাকমা, সবুজ তঞ্চঙ্গাসহ অন্যরা।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ৫ দফা সম্বলিত দাবির স্মারকলিপি প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন