সংবর্ধনা নয়, প্রধানমন্ত্রীকে দোয়া দিচ্ছে হেফাজত : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় আমরা সংবর্ধনা নিচ্ছি? এটা সংবর্ধনা না। এটা একটা দোয়া, শোকরানা মাহফিল। দোয়া হচ্ছে, এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিসিফশন নিচ্ছেন, হেফাজতও রিসিফশন দিচ্ছেন।’
হেফাজত প্রধান আল্লামা শফীকে আওয়ামী লীগরই তেঁতুল হুজুর বলেছিল। এখন নির্বাচনের আগে তার দেয়া সংবর্ধনা নিচ্ছেন প্রধানমন্ত্রী— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি একথা বলেন।
কাদের বলেন, ‘আমাদের জোটের শরিক আছেন এবং আমাদের দলে আছেন। তাদের আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি— এর আগে হেফাজত নিয়ে যে আক্রমণাত্মক কথা বলা হয়েছে, তা থেকে বিরত থাকতে।’
তিনি বলেন, ‘কিছু এগ্রিসিভ কথা বা এবিউসিভ রিউমার বলা থেকে বিরত থাকতে স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রিপরিষদ এবং দলীয় নেতাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এভাবে কাউকে তেঁতুল হুজুর বলা বা ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এটাতো পজিটিভ রাজনীতি নয়। এটা নেগেটিভ রাজনীতি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন