সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/PM-Sheikh-Hasina-20210818065153.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসছেন।
সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৫ জুন (শনিবার) পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন থেকে সেতুতে গাড়ি চলাচল শুরু হবে।
এদিকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সিলেট অঞ্চল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকালে হেলিকপ্টারযোগে তিনি সিলেট যাবেন।
জানা গেছে, সিলেটে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সোমবার সিলেট যাচ্ছেন বলেও জানা গেছে। তিনি সেখানে মঙ্গলবার অবস্থান করবেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন