সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মোতাহার হোসেন এমপি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG_20230817_122202-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাট-১(হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেন, -সংবিধান মেনে ভোট হবে । কোনদল ভোটে আসলো আর না আসলো তাতে কোন যায় আসেনা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের ১নং ওয়ার্ডের মোতালেবের জমির উপর ও ২ নং ওয়ার্ডের দমেজের বাড়ি হতে সফিয়ারের বাড়ির রাস্তায় ৯.১৫ মিটার করে মোট ২টি ব্রীজ নির্নাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুবনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে শিংগীমারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজুল্লাহ টাইফুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, ওসি শাহা আলম, পিআইও মাইদুল ইসলাম শাহ্, ইউপি সদস্যদের মাঝে মজিবর রহমান ও মোতালেব হোসেন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন