সংরক্ষিত মহিলা এমপি হচ্ছেন সাতক্ষীরার লায়লা পারভীন সেঁজুতি
লায়লা পারভীন সেঁজুতি। শিক্ষক, সাংবাদিক। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদের সন্তান। সাতক্ষীরায় সামাজিক আন্দোলনের অন্যতম পুরোধা। এবার তিনি হতে যাচ্ছেন সংসদ সদস্য।
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।
তিনি স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। দায়িত্বে আছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। সেখানে সাতক্ষীরা থেকে লায়লা পারভীন সেঁজুতি মনোনয়ন পেয়েছেন। খুব শিগগির তিনি শপথ নিয়ে সংসদ সদস্য পদ দায়িত্ব পালন করবেন।
এদিকে সংরক্ষিত আসনের দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ জানান, লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
সংরক্ষিত আসনের দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ এবং সরকারি নিবন্ধন পাওয়া জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ডটকম পরিবার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন