সংলাপে জিয়ার প্রসঙ্গ আনেনি আ’লীগ
নির্বাচন কমিশনের সাথে সংলাপে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিষয়ে কোনো আলোচনা তুলেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার নির্বাচন কমিশনের সাথে পৌনে ৩ ঘণ্টা আলোচনা করে দলটির ২১ সদস্যের একটি প্রতিনিধি দল। এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ অক্টোবর বিএনপির সাথে সংলাপ করে নির্বাচন কমিশন। ওইদিন জিয়াউর রহমানের প্রশংসা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
এ নিয়ে আওয়ামী লীগের নেতারা সিইসির সমালোচনায় মুখর হন। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, সংলাপে এ বিষয়ে সিইসির কাছে ব্যাখ্যা চাইবে আওয়ামী লীগ।
বুধবার এ বিষয়ে সিইসি কি ব্যাখ্যা দিয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নে স্পষ্ট কোনো উত্তর দেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তবে সংলাপে অংশ নেওয়া দলের ৫ জন নেতা পরিবর্তন ডটকমকে জানিয়েছেন যে, এ বিষয়ে সংলাপে কোনো আলোচনাই হয়নি। কৌশলগত কারণে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে দলের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, আমরা বিএনপির আলোচনার বিষয়ে কথা বলতে যাবো কেন? এ বিষয়ে আমরা আলোচনা তুলিনি।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য বলেন, আমরা জিয়াউর রহমান প্রসঙ্গে কোনো কথা তুলিনি।
সংলাপে অংশ নেওয়া আরেক নেতা বলেন, আমরা আমাদের প্রস্তাবের প্রসঙ্গের বাইরে যাইনি। এসব বিষয়ে সুন্দর আলোচনা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন