সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করলে জনগন মেনে নিবে না : আমিনুল হক
কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন,সংষ্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেয়ার যে চেষ্টা করছেন-বাংলাদেশের মানুষ এটাকে কিন্তু কোন ভাবেই মেনে নিবে না।
তিনি বলেন,আমরা অন্তবর্তীকালীন সরকারকে বারবার আহবান করেছি, আপনারা সংষ্কারের কথা বলছেন, আমরাও বলছি। আসুন, আমরা সকলে মিলে ঐক্যমতের ভিক্তিতে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে একএিত করে চলমান যে সংকট রয়েছে আমরা তার সংষ্কার করি। রাষ্ট্রের প্রত্যকটি সেক্টরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিক্তিতেই আমরা সংষ্কার করতে চাই। সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিক্তিতে সংষ্কারের মাধ্যমেই বাংলাদেশ নতুনভাবে পূর্ণগঠন হবে।
রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে মিরপুর সাড়ে এগার নম্বর বাসস্ট্যান্ডে এম ডি সি মডেল ইনস্টিটিউট এন্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ৫ আগষ্টের পরেও আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্ব-স্ব পদে বসে আছে উল্লেখ করে আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন,আমাদের এখনও দেখতে হচ্ছে-আওয়ামী লীগের দোসররা তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্র কারীদের নির্মূল করতে হবে। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। নইলে বাংলাদেশের সাধারণ মানুষ বাঙ্গালি জাতি আপনাদের কাউকেই ক্ষমা করবে না।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে ও দেড় লাখেরও বেশি মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছে। এই সময়কালে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুন ও হত্যার স্বীকার হয়েছে,গত জুলাই আগষ্টের আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে। দখলের নামে বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে বলে একটি ইসলামি দলের অভিযোগের জবাবে আমিনুল হক বলেন, আপনারা প্রমান করে দেখান বিএনপি কোথায় এসে চাঁদাবাজি-দখলদারি করছে! এটা আপনাদের বানানো একটা খেলা। এটা আমরা বুঝি। আমরা দৃঢ় ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজি দখলদারি করার সুযোগ নাই। বিএনপির নামে চাঁদাবাজি দখলদারি ও লুটতরাজের কথা এটা সম্পূর্ণ বানানো এবং ফেইক।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন,আমাদের উন্নয়ন হবে জনগণের ভাগ্যের উন্নয়ন। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সকল অধিকার পূরণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক কামাল হুসাইন খান এর সভাপতিত্বে থানা বিএনপি যুগ্ম আহবায়ক আনিছুর রহমানও যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মোঃ আক্তার হোসেন,আতাউর রহমান,তুহিরুল ইসলাম তুহিন,এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দন,শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী,মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর বিএনপির সদস্য আলী আকবর আলী,জিয়াউর রহমান জিয়া,সাজ্জাদ হোসেন মোল্লা,নুরুল হুদা ভূঁইয়া নূরু,মোতালেব হোসেন রতন,রফিকুল ইসলাম খান,এম এস আহমাদ আলী,ইব্রাহিম খলিল,জাহেদ পারভেজ চৌধুরী,তাসলিমা রিতা,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শেখ ফরিদ আহমেদ,কৃষকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরশাদুল আরিস ডল,শ্রমিক দল মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান কামরুল,যুবদল ঢাকা মহানগর উত্তর এর সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর উত্তর মহিলাদল সদস্যসচিব এ্যাড রুনা লায়লা,তাতীদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শামসুন্নাহার বেগম,জাসাস ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু,ছাত্রদল মহানগর পশ্চিম এর সভাপতি রবীন খান ছাড়াও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ,উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস ছালাম,দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার,যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন,উত্তরা পূর্ব থানা বিএনপি আহবায়ক শাহআলম,যুগ্ম আহবায়ক আমিনুল হক,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান,উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.এফ ইসলাম চন্দন, জাহিদ মাষ্টার,পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আশরাফ আলী গাজী, মোতালেব হোসেন হাওলাদার,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,আলী আহমেদ রাজু,শেখ হাবিবুর রহমান হাবিব,অলিউল হাসানাত তুহিন মাষ্টার,খায়রুল আলম নয়ন, রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জন,উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারি, বিমানবন্দর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু,যুগ্মআহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,তুরাগ থানা বিএনপি যুগ্মআহবায়ক হারুনুর রশিদ খোকা, হাজী জহিরুল ইসলাম,মোঃ চান মিয়া,খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহবায়ক সিএম আনোয়ার হোসেন,ক্যানন্টমেন্ট থানা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান রতন,মহিলাদল পল্লবী থানার সভাপতি লাকী রহমান,সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি,ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার প্রমুখ।
নেতাকর্মীদের নিয়ে দুপুর ৩ টায় পবিত্র কুরআন তেলওয়াতের পরে দলীয় গান গেয়ে কর্মশালাটি শুরু হয়ে নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত চলে। রাষ্ট্র কাঠামো সংষ্কারের ৩১ দফা নিয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল হক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন