সংসদের অধিবেশন বসছে আজ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/pala-bg-20181021040202.gif)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন রোববার (২১ অক্টোবর) শুরু হচ্ছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় অধিবেশন বসবে। এটিই হতে পারে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।
এর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা এ সভায় অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিল পাস হবে, নতুন কোন বিল উত্থাপন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সংবিধান অনুযায়ী, চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের কাউন্ট ডাউন শুরু হবে ২৮ অক্টোবর থেকে। সে হিসাবে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
সংসদের আইন শাখা সূত্র জানায়, চলতি অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হবে। সংসদের ২২তম অধিবেশনটি শেষ হয়েছিল ২০ সেপ্টেম্বর। সেই অধিবেশনের ১০ কার্যদিবসের মধ্যে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১৮টি বিল পাস করার রেকর্ড গড়ে দশম সংসদ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন