সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছে ফ্রান্স

সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছে ফ্রান্স। রোববার সকাল থেকেই ভোট শুরু হয়েছে। এর আগে গত রোববার প্রথম দফায় সংসদ নির্বাচনের ভোট দিয়েছে ফ্রান্স। প্রথম দফার ভোটে নির্বাচিত হওয়া শীর্ষ প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে আজ। খবর বিবিসির।

নবনির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ যোগ্য এবং শক্তিশালী একটি পার্লামেন্ট গঠন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

এই ভোটে ম্যাক্রোঁর দল রিপাবলিক অন দ্য মুভ (এলআরইএম) এবং তাদের জোট মোডেমের প্রার্থীরা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। মাত্র এক বছর আগেই দল গঠন করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

তার দলের প্রার্থীদের মধ্যে অধিকাংশেরই রাজনৈতিক অভিজ্ঞতা খুবই সামান্য বা কারো কারো একেবারেই অভিজ্ঞতা নেই। প্রার্থী তালিকায় একজন বুলফাইটার, রুয়ান্ডার এক শরণার্থী এবং একজন গণিতবিদও রয়েছেন।

ন্যাশনাল অ্যাসেম্বলির নিয়ন্ত্রণ নিতে ৫৭৭টি আসনের মধ্যে ২৮৯টি আসন পেতে হবে। এর মধ্যে ম্যাক্রোঁর এলআরইএম চারশর বেশি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে।