সংসদ নির্বাচনে ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট, সোজামিলে ইসি
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩টি কেন্দ্রে বিস্ময়করভাবে শতভাগ ভোট পড়ার অনিয়ম তদন্তে রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদের প্রতি দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
এজন্য রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন।
একাদশ জাতীয় নির্বাচনে ১০৩টি আসনের ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে বলে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুজন।
সংবাদ সম্মেলনে সংগঠনটি আরো জানায়, ৭৫ আসনের মধ্যে ৫৮৭ কেন্দ্রে শতভাগ বৈধ ভোট পেয়েছেন বিদ্রোহী প্রার্থী।
সুজনের নির্বাহী সদস্য কলামিস্ট আবুল মকসুদ অভিযোগ করে বলেন, অতীতের সব নির্বাচন কমিশন ভোটের অনিয়মে গোঁজামিল করেছে। আর এই ইসি করেছে সোজামিল, রোজ হাশরের ময়দানে আল্লাহ সিইসির বিচার করবেন।
পরে নিজের বক্তব্যে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আমরা নির্দলীয় সংগঠন। আমরা কোনো দলের পক্ষে বলছি না। আমরা এই দেশের জনসাধারণের পক্ষে। আমরা দেশের নির্বাচনি প্রক্রিয়া রক্ষা করার পক্ষে। কারণ এই নির্বাচনি প্রক্রিয়াটা যদি ভেঙে যায় তাহলে দেশে আর শান্তিপূর্ণভাবে ক্ষমতার বদল হবে না। অশান্তিপূর্ণভাবে ক্ষমতার বদল হলে তা সবার জন্যই অশনি সংকেত।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে সিইসি নূরুল হুদাসহ বাকিদের অপসারণ করে নতুন করে নির্বাচন করার দাবি জানান ড. স্বাধীন মালিকসহ অন্যান্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন