সচিবালয়, সুপ্রিম কোর্টেও পানি
ঝুমঝুম বৃষ্টি থামার লক্ষণ নেই। থেমে নেই জলের ভোগান্তিও। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তা নিষ্কাষণের ব্যবস্থা নেই রাজধানীতে। এর ফল জলজট। রেকর্ড পরিমাণ বৃষ্টি নিয়ে এসেছে দুর্যোগ। রাজধানীর উঁচু-নিচু এলাকা বলে কোনো পার্থক্য নেই আর। এই পানি মানে না কোনো বাধা। সচিবালয়, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজপথ, ঘর বাড়ি সব ডুবিয়ে দিয়েছে রাত থেকে চলা টানা বৃষ্টি।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রীতিমত সচিবালয়ে কাজ করতে হয়েছে ফায়ার সার্ভিসকে। তারা সেচে পানি সরিয়েছে প্রশাসনের কার্যক্রমের প্রাণবিন্দু থেকে।
নতুন ঢাকা-পুরান ঢাকার কোনো পার্থক্য নেই এখন। সব এলাকা ডুবিয়ে দিয়েছে বৃষ্টি। ধানমন্ডি ২৭, পুরান ঢাকার আর কে মিশন রোড,খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, বংশাল, দনিয়া, ধোলাইখাল, খিলক্ষেত এলাকার কোথাও হাঁটু, কোথাও বা তার চেয়ে বেশি পানি জমে আছে। ভিআইপি রোড হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলাম এভিনিউয়েরও সড়কের এক প্রান্তে জমেছে পানি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন