সড়কে সচেতনতা ও সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে।

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য সামনে রেখে সড়কে সচেতনতা ও দুর্ঘটনা হ্রাসকল্পে বিশেষ সচেতনতামূলক বাড়ানোর জন্য সড়কে চলাচলরত গাড়ির মালিক, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে রোড শো আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১১ টায় সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে বাস টার্মিনালে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়।

বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) কে এম মাহবুব কবীর।

রোড শোতে এ সময় অন্যদের মধ্যে ট্রাফিক বিভাগ, মালিক, শ্রমিকসহ বাসটার্মিনালের বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

রোড শোতে জনগণের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ, প্রেস মিডিয়া ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।