সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের জামায়াত নেতার মৃত্যু

দিনাজপুর সদর সরকারি কলেজ এলাকার মহাসড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এবং দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত ঘোষিত এমপি প্রার্থী মাওলানা মোঃ খোদা বখর্স (৫৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ ডিসেম্বর) আনুমানিক বেলা আড়াইটার দিকে দিনাজপুর সরকারি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ৪ টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি উপজেলা জামায়াত নেতা এবং জেলা কর্ম পরিষদ সদস্য এস.এম হাদীউজ্জামান হাদী নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

মাওলানা মোঃ খোদা বখর্স একজন সদালাপী, নিরহংকারী এবং জনসেবায় নিবেদিত নেতা হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে বীরগঞ্জ-কাহারোল তথা দিনাজপুর-১ আসনের বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন।