সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় প্রাণ গেল ১১ জনের
ঢাকা, ময়মনসিংহ, নাটোর, মাদারীপুর ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে দুই পথচারী নিহত হয়েছেন।রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডালিম (২০) ও মোবারক (২৭)। নরসিংদীর রায়পুরা উপজেলায় নিহতদের বাড়ি।
এছাড়া রাজধানীর খিলক্ষেত তিন’শ ফুট রাস্তায় সড়ক দুর্ঘটনায় বুলবুল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ: ঢাকার অদূরে কেরানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবার মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে।নিহতরা হলো- ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফরিন (১৩) ও তার ভাই একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আফসার উদ্দিন (১০)। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মাওয়া হাইওয়ের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর: নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বাসের ধাক্কায় আজিজুর রহমান ভেগল (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে।
রাজবাড়ী: রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদরের ধুঞ্চি গ্রামের রজব আলীর ছেলে শান্ত (২৫) ও পৌরসভার গোদার বাজার এলাকার মো. সিদ্দিকের ছেলে হৃদয় (২৫)। রবিবার রাতে শ্রীপুরের পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আমিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক আলামিন (২২) ও হেলপার হাফিজুর রহমান (২০)।
মাদারীপুর: মাদারীপুরের শিবচরে চাল ভর্তি ট্রাক উল্টে পথচারী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের মালাই হাওলাদারের ছেলে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন