সত্যিকারের বন্ধু তারা, ২৫ বছর অপেক্ষা করে এক সঙ্গে হজ পালন
বর্তমান সময়ে সম্পর্ক গড়া যেমন সহজ, ভেঙে ফেলা তার চেয়ে বেশি সহজ। দু’চার দিন আফসোস করার পর আর সেই সম্পর্কের কথা মনেও থাকে না।
কিন্তু হাজারের মধ্যে দু’একটি সম্পর্কে আসলেই এর ব্যতিক্রম। শত ঝড় ঝাপটা এটিকে নুইয়ে দিতে পারে না।
এবার সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন পাকিস্তানের এজাজ দালালি আহমাদ ও তার বাল্যবন্ধু আহমাদ দালো রাজ। দু’জনের বয়সই ৮০ বছর। ২৫ বছর আগে প্রতিজ্ঞা করেছিলেন টাকা জমিয়ে একসঙ্গে হজ করবেন।
তখন তাদের বয়স ৫৫। কিন্তু এজাজ দালালি আহমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকলেও তার বন্ধু আহমাদ দালো রাজের কাছে ছিল না। প্রতিজ্ঞা করেছেন। তাই প্রিয় বন্ধুটির সঙ্গে হজ করার জন্য দুই যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছেন।
দীর্ঘ এ সময়টিতে চোখের দৃষ্টি হারিয়েছেন আহমাদ দালো রাজ। বন্ধু জাজ দালালি আহমাদের সাহায্য ছাড়া তার হজ করা শুধু কঠিনই নয়, অসম্ভব ছিল। শেষমেষ এক সঙ্গে হজ করতে পেরে দুই বন্ধু ভীষণ আনন্দিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন