চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভায়
সনাতনী ও বৌদ্ধদের জন্য মডেল মন্দির নির্মাণ করবো : স্বতন্ত্রপ্রার্থী গিয়াস উদ্দিন
‘আবুতোরাব জলদাশ পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের রাস্তা ও পুকুর ঘাটের যে সমস্যা বিদ্যমান রয়েছে তা আমি সংসদ সদস্য নির্বাচিত হলে অগ্রাধিকারভিত্তিতে সমাধানে উদ্যোগ নেবো।
এখানকার অধিবাসীরা খুবই অবহেলিত। তাই তাদের জীবনমান উন্নয়নে কাজ করবো। এছাড়া মিরসরাই উপজেলার সনাতনী সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় মডেল মহাশ্মশান গড়ে তোলাসহ মডেল মন্দির নির্মাণ করবো।’
রবিবার (১ জানুয়ারি) মিরসরাইয়ের ১৪ নং হাইতকান্দি ও ১৩ নং মায়ানী ইউনিয়নে পথসভায় এসব কথা বলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি দিনব্যাপী ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের দমদমা, ১৩ নং মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজার, আবুতোরাব জলদাশপাড়া, বনিকপাড়া এলাকায় গনসংযোগ ও পথসভা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আলম, চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সাবেক পরিচালক দেলোয়ার হোসেন, মিরসরাই পৌরসভার সাবেক কমিশনার রহিম উল্ল্যাহ, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ফখরুল ইসলাম চৌধুরী শিপন, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গিয়াস উদ্দিন আরো বলেন, ‘মিরসরাইয়ের দমদমা এলাকা বৌদ্ধ সম্প্রদায় অধ্যুষিত। এখানকার বৌদ্ধদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি দীর্ঘদিনের। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে মিরসরাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য মডেল বৌদ্ধ মন্দির নির্মাণসহ সকল বৌদ্ধ উপসনালয়ের উন্নয়নে ভূমিকা রাখবো।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন