সন্ত্রাসবাদ ও চরমপন্থি প্রতিরোধে কমিউনিটি ও বিট পুলিশিং জোরদারের উপর খুলনায় কর্মশালা

সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি এবং বিট পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে খুলনায় তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট (ATU) এবং United Nations Office on Drugs and Crime (UNODC) এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালা শেষ হয় বুধবার (১৯ জুন)।
“Initiatives on Countering Terrorism & Violent Extremism through Strengthening of Community and Beat Policing Mechanisms and Strategies in Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালা শুরু হয় ১৭ জুন খুলনা নগরীর হোটেল ক্যাসেল সালামে। এতে খুলনা ও বরিশাল রিজিয়নের এএসপি পদমর্যাদার ঊর্ধ্বতন ৩০ জন কর্মকর্তা অংশ নেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিআইজি (অ্যাডমিন), এন্টি টেররিজম ইউনিট তানভীর হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিআইজি, খুলনা রেঞ্জ মোঃ রেজাউল হক, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ মোহাম্মদ বেলায়েত হোসেন।
সভাপতির বক্তব্যে কমিশনার বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় এন্টি টেররিজম ইউনিট (ATU) নিরলসভাবে কাজ করছে। মাঠ পর্যায়ে কমিউনিটি এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, কর্মশালায় অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়ন ও অন্যান্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে।
অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি, বরিশাল বিভাগ (ATU) শামীমা আক্তার, এআইজি (কমিউনিটি ও বিট পুলিশিং), পুলিশ সদর দপ্তর মোঃ আরিফুল ইসলাম, UNODC ও ATU-এর প্রতিনিধি কর্মকর্তাবৃন্দ।
এই কর্মশালার মাধ্যমে আধুনিক কৌশল, তথ্যভিত্তিক টহল, স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়, যা সন্ত্রাস ও চরমপন্থার শেকড় উপড়ে ফেলতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন