সপরিবারে মাশরাফির ওমরাহ পালন

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ওমরাহ পালন করেছেন। গত মঙ্গলবার স্ত্রী সুমনা হক সুমি এবং ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা বিন মর্তুজাকে নিয়ে ওমরাহ পালন করেন তিনি।

তার সঙ্গে আছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তাঁর স্ত্রীও।

ত্রিদেশীয় সিরিজের পর মাশরাফি অনেকটা চুপিসারে ওমরাহ পালন করতে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওমরাহ পালন করতে যাওয়ার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে।

একটি ছবিতে দেখা যাচ্ছে, মাশরাফি ছোট চুলে শরীরে সাদা পোশাক পড়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার সামনে ছেলে সাহেলও একই পোশাক এবং মেয়ে কালো পোশাক পড়ে একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আরেকটি ছবিতে খাবার সামনে নিয়ে মাশরাফিকে বসে থাকতে দেখা গেছে। সেখানে পাশে আছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান।

ওমরা পালন শেষে আগামী ৪ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

মাশরাফির কিছুদিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জাতীয় দলের বাহিরে থাকা শাহরিয়ার নাফিস ওমরা পালন করেন।

সৌদি যাওয়ার আগে মাশরাফির নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দারুন খেলে বাংলাদেশ। তবে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে শিরোপা হাতছাড়া হয়ে যায় টাইগারদের।