সবাইকে কোভিড টিকার কোর্স সম্পন্ন করতে হবে : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মঙ্গলের জন্য সবাইকেই কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করতে হবে। নিজের, পরিবারের সদস্যদের, আত্মীয়-স্বজনের সর্বোপরি সমাজের সকলের জীবন রক্ষার্থেই সময়মতো এ টিকা গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, কোভিড টিকার কোর্স সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, এ টিকার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেয়ার সময় টেরও পাওয়া যায়নি। তাই অযথা গুজবে বিভ্রান্ত না হয়ে টিকা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণের সাথে একই হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন শাহাব উদ্দিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন