সবার প্রিয় নাম || আবদুল হালীম খাঁ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/cWc4367.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সবার প্রিয় নাম
-আবদুল হালীম খাঁ
ড. মাহফুজুর রহমান আখন্দের জন্মদিন আজ,
তাইতো আকাশ-প্রকৃতি সেজেছে নববধুর সাজ।
পদ্মা নদীর জলে নেয়ে আজকের রাঙা ভোর,
জানালা দিয়ে উঁকি মেরে বলছে খোল দোর।
মাহফুজুর রহমান আমাদের সবার প্রিয় নাম,
আজ তাঁর জন্মদিনে জানাচ্ছি প্রীতি ও সালাম।
আল্লাহ্ তাঁর হাজার বছর আয়ূ করুন দান,
আর সুস্বাস্থ্য যশ খ্যাতি আকাশ সমান।
শুধু রাজশাহীর বাদশা নন, দেশের শিরমনি
কাজ সাহিত্য গবেষণা শিল্পকলার খনি।
আল্লাহ পূর্ণ করুন তাঁর মনের নেক আশা,
পান যেনো সকল মানুষের শ্রদ্ধা ভালোবাসা।
তাঁর সাহিত্যে দাও আল্লাহ এমন রস,
তা পান করে শত্রুরা হয়ে যায় যেনো বস।
সব সময় পান যেন তিনি বউয়ের আদর,
হাসি খুশি আনন্দে ভরে থাক বসতবাড়ি ঘর।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন