‘সব দল অংশ নিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘সব দল অংশগ্রহণ করলে এবারও সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন দাতা সংস্থা ও দেশের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১১টার দিকে ইউএনডিপির আবাসিক সমন্বয়ক রবার্ট ডি ওয়াটকিনসের নেতৃত্বে ১৮টি সংস্থা ও দেশের প্রতিনিধি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নুরুল হুদা বলেন, অতীতে অনেক ভালো নির্বাচনের ইতিহাস আছে। নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) সুষ্ঠু নির্বাচন করার সামর্থ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের আইন-কানুন সংশোধন, সীমানা পুনর্বিন্যাস, ভোটার তালিকা হালনাগাদসহ কেন্দ্র পুনর্বিন্যাসের কাজ আছে। আমাদের অনেকগুলো আইন আছে। অতীতে অনেক ভালো নির্বাচনের ইতিহাস আছে আমাদের। সব দল অংশগ্রহণ করলে এবারও সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, এটা সরকারের বিষয়। আমাদের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আমরা মনে করি, নির্বাচন কমিশনের নির্দিষ্ট আইন আছে, তা দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

সংবাদ সম্মেলনে রবার্ট ডি ওয়াটকিনস বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ধরনের সহায়তা দিতে চাই।

বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, ইইউ, জার্মানি, ভারত, জাপান, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।