‘সব মুসলিমকে খুন করব’
যুক্তরাজ্যের লন্ডনে তারাবি নামাজ ফেরত মুসল্লিদের ওপর গাড়ি তুলে দেওয়ার পর হামলাকারী চিৎকার করে বলতে থাকেন, ‘আমি সব মুসলমানকে খুন করব।’ পরে স্থানীয়রা ৪৮ বছর বয়সী এই চালককে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে।লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাতে উত্তর লন্ডনের ফিনসবারি পার্ক এলাকার একটি মসজিদের সামনে ওই চালকের হামলায় এক ব্যক্তি নিহত ও অন্তত ১০ জন আহত হন।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, হামলার পর ওই গাড়িচালককে আটক করে ঘটনাস্থলে থাকা লোকজন। তখন তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমি সব মুসলমানকে খুন করব।’
পুলিশ জানিয়েছে, আটকের পর ওই চালককে হাসপাতালে নিয়ে মানসিক চিকিৎসা দেয়া হচ্ছে।
এই হামলার পর দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) এক বিবৃতিতে জানায়, একটি ভ্যান ‘উদ্দেশ্যমূলকভাবে’ মুসল্লিদের ওপর চালিয়ে দেয়। এতে আহতদের বেশিরভাগই ইফতারের পর তারাবি নামাজ শেষ করে বের হয়েছিলেন।
এই হামলাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ‘ভয়ঙ্কর ঘটনা’ উল্লেখ করেছেন। তিনি আহত ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং জরুরি সেবার নির্দেশ দেন।
এর আগে গত ৩ জুন লন্ডন ব্রিজের কাছে একটি মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে আটজন নিহত হন। আহত হন কমপক্ষে ৫০ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন