সভাপতি পদে এগিয়ে ওমর সানি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটে সভাপতি পদে এগিয়ে রয়েছেন ওমর সানি। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও সহ-সভাপতি পদে এগিয়ে নাদির খান।
নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শিল্পী সমিতির মোট ভোটার ৬২৪ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন।
নবীন-প্রবীণ ভোটারদের পদচারণায় নির্বাচন অনুষ্ঠিত হয় উৎসবের আমেজে। ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার সকাল ৯টায়। প্রথমে ভোট দেন নায়ক সাইমন সাদিক।
চূড়ান্ত তালিকা অনুসারে নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ প্রার্থী। নির্বাচনে অংশ নিচ্ছে ৩টি প্যানেল। সভাপতি পদের জন্য লড়ছেন মিশা সওদাগর, ওমর সানি ও ড্যানি সিডাক। ২টি সহ-সভাপতি পদে লড়ছেন নূতন, নাদির খান, রিয়াজ, সাংকোপাঞ্জা ও অমৃতা খান। সাধারণ সম্পাদক পদে লড়ছেন অমিত হাসান, ইলিয়াস কোবরা ও জায়েদ খান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন