সমদ কাকার কুরবানী || শহীদুল ইসলাম মামুন
সমদ কাকার কুরবানী
শহীদুল ইসলাম মামুন
পাশের বাড়ির সমদ কাকা
পশু কিনতে গেলো আজ
ধর কষাতে ঝগড়া বাধে
মার খেয়ে’যে পেলো লাজ।
অনেক বড় আশা নিয়ে
পশুর হাটে গেলো আজ
গোস্ত খাবে করলো আশা
মনের মাঝে খুশির সাজ।
পশু কিনতে পারেনি’তো-
ফ্রিজ বাজার গেলো
দেখে শুনে সুন্দর একটা
ফ্রিজ কিনে নিলো।
পশুর জায়গায় ফ্রিজ যখন
নিয়ে গেলো বাড়ি
বৌ যে তাহার ঝগড়া করে
দিলো এবার আড়ি ।
সকাল হতেই গেলেন চলে
চাচা পশুর হাটে
টাকা দিয়ে রশি কিনলেন
সকাল সন্ধ্যা হেঁটে।
সমদ কাকা কিনলেন গরু
পড়লো দারুন সাড়া
গরু পৌঁছান বাড়ি তাহার
দিয়ে গাড়ি ভাড়া।
গরীব দুঃখী বহু খুশি
শুনে এমন কথা
সবাই এবার গোস্ত খাবে
পাবেনা কেউ ব্যথা।
ঈদের দিনে সবাই যখন
গেলো চাচার বাড়ি
লোকজন দেখে ভাবেন চাচা
ফ্রিজ আমার খালি।
সবার রিযিক মেরে যখন
গোস্ত রাখলেন হায়!
সমদ কাকার সুন্দর ফ্রিজ
নষ্ট হয়ে যায়!!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন