‘সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
মাগুরা প্রতিনিধি : আওয়ামীলীগকে পূণরায় ক্ষমতায় আনতে সমস্ত দ্বিধাদ্বন্দ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের ধারা আব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত ৪ নেতার স্মরণসভায় বক্তব্যকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন কথাগুলো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারি সচিব এ্যাড. সাউফুজ্জামান শিখর।
তিনি আরো বলেন, শেখ হাসিনার হাতকে তথা আওয়ামীলীগকে শক্তিশালী করতে হলে আগামি জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। আওয়ামীলীগকে ঐক্যবন্ধ করতে পারলেই দলকে পূনরায় ক্ষমতায় আনা সম্ভব। মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত ৪ নেতার মৃত্যুতে অপূরণীয় ক্ষতির মধ্যে পড়েছে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ। প্রয়াত নেতাদের আদর্শ আমাদের লালন করতে হবে এবং দলকে সুসংগঠিত করে এগিয়ে নিতে হবে।
শনিবার মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রয়াত ৪ নেতা দলের সাবেক সভাপতি প্রয়াত গোলাম রব্বানী, সহ-সভাপতি আবুল হোসেন মোল্যা, যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান ও ত্রাণ বিষয়ক সম্পাদক আক্কাচ হোসেন মোল্যার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসকে নুরুজ্জামানের সভাপতিত্বে এ স্বরণসভায় আরো বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, সৈয়দ শরিফুল ইসরাম, আবু নাসের বাবলু, মহম্মদপুর উপজেরা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন