সমাজকল্যাণমন্ত্রীর হাতে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে কালীগঞ্জ- আদিতমারী
উন্নয়নের ছোঁয়ায় সীমান্তবর্তী জেলার দুই উপজেলা কালীগঞ্জ আদিতমারীর চিত্র বদলে গেছে। লালমনিরহাট – ২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ এমপি’র হাত ধরে উন্নয়নের এ জোয়ার বইছে।
জানাগেছে, লালমনিরহাটের সীমান্তবর্তী উপজেলা আদিতমারী ও কালীগঞ্জবাসীর কল্যাণে নুরুজ্জামান আহমেদ এমপি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর থেকে খাদ্য প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, এবং সমাজকল্যাণ মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর পরেই লালমনিরহাটের আদিতমারীতে ১২ কোটি টাকা ব্যয়ে স্বর্ণামতি নদীর উপর ৯৩ দশমিক ৬৪৪ মিটার দীর্ঘ চারলেন পিসি গার্ডার সেতুর নির্মাণ, আদিতমারী উপজেলার মহিষখোচায় নদী ভাঙ্গন রোধে ৫০ কোটি ব্যায়ে বাধ নিমাণ।
তিনি বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি পূরন হয়েছে বলে জানান। তিনি আরো বলেন পয়ত্রিশ বছর ধরে কেউ সেতু নির্মান করতে পারেনি। অবশেষে আওয়ামী লীগ সরকারে স্বর্ণামতি নদীর উপর চার লেন সেতু নির্মান করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে আধুনিক স্বাস্থ্য সেবা পৌচ্ছে দেয়ার লক্ষে সমাজকল্যাণ মন্ত্রালয়ের বিশেষ উদ্যোগে নিয়ে প্রায় ৪৫ কোটি টাকার ব্যয়ে লালমনিরহাটের কালীগঞ্জে নির্মিত হচ্ছে মা ও শিশু বিশেষায়িত হাসপাতাল। এই হাসপাতালে প্রসূতি মা ও শিশুদের বিশেষ যত্নে আধুনিক স্বাস্থ্য সেবা পাবে।
এ ছাড়া কালীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেক্সটাইলসহ এলজিইডির মাধ্যমে কালীগঞ্জ ও আদিতমারীতে ব্রিজ রাস্তা নির্মাণ, রাস্তা পাকাকরণসহ বহু সড়কের উন্নয়ন করেছেন তিনি।
এ ছাড়া নুরুজ্জামান আহম্মেদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় দুই উপজেলায় শতভাগ বিদু্ৎ , মসজিদ, মন্দির ও গীর্জার উন্নয়ন,দুই উপজেলার সতী নদী খনন, দুটি কলেজ সরকারিকরণ, কালীগঞ্জ আদিমারীতে ৫ তলা আধুনিক ভবন নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মাণ, কলেজ এমপিওভুক্তিকরণ, ও কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শোলমারী চরে ৩০ মেগাওয়াট সোলার পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন । ভূমিহীনদের গৃহ, ভিক্ষুকদের পূর্ণবাসনের আওতায় গরু ছাগল বিতরণ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দুস্থ অসহায় রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান, অসচ্ছল প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে চেক প্রদান, আদিতমারীতে পাসপোর্ট অফিস, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার স্বাস্থ্য কমপেস্নক্সে অ্যাম্বুলেন্স প্রদান,আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়াম ও দুই উপজেলায় ভাতা প্রদান ৯৯%।
আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সকে গর্ভবতী মায়েদের সিজারের ব্যবস্থা চালু করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্ম কাজ করেছেন তিনি এই দুই উপজেলায়।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, লালমনিরহাট-২ আসনে আমার প্রিয় নেতা আলহাজ্ব নুরজ্জামান আহমেদ এমপি মহোদয়কে পরপর তিনবার মন্ত্রীত্ব দিয়ে, তথা লালমনিরহাটবাসীকে সম্মানিত করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রীকে। অন্য কোন সরকার ৩৫ বছরে যা করতে পারেনি, তা আওয়ামী লীগ সরকার করেছে। এ আসনে নুরুজ্জামান আহমেদের বিকল্প নেই, তার তুলনা হয় না।
এ ব্যাপারে নুরুজ্জামান আহম্মেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকেই নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে বলে জানান তিনি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন