সমাপনী- ইবতেদায়ি পরীক্ষায় অনুপস্থিত দেড় লাখ

পঞ্চম শ্রেণির (পিইসি) সমাপনী পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল দেড় লাখ পরীক্ষার্থী। সারাদেশে এবারের পরীক্ষায় ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিল উল্লেখযোগ্য সংখ্যক। তবে ৯ বোর্ডের কোথাও পরীক্ষার্থী-শিক্ষক বহিষ্কার হয়নি।

রোবাবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (সংস্থাপণ) এ এইচ এম গোলাম কিবরিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম দিন ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে পিইসি-সমাপনী শুরু হয়েছে। সাধারণ ৮ বোর্ডে মোট ২৮ লাখ ৬২ হাজার ৭৯ পরীক্ষার্থী উপস্থিত ছিল। এর মধ্যে বাংলা ভার্সনে ২৬ লাখ ৮৯ হাজার ২৪১ এবং ইংরেজি ভার্সনে এক লাখ ১৭ হাজার ৩৪ পরীক্ষার্থী অংশ নেয়।

জানা গেছে, ঢাকা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লাখ ৩১ হাজার ৪৬ জন। এর মধ্যে ৪০ হাজার ৪৪৬ জন অনুস্থিত, রংপুর বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৩১ হাজার ২০৪ জন হলেও অনুপস্থিত ছিল ১৪ হাজার ৯৯১ জন। রাজশাহী বিভাগে ৩ লাখ ২৪ হাজার ৫৭৮ জনের মধ্যে অনুপস্থিত ৯ হাজার ৭২০ জন। খুলনা বিভাগে দুই লাখ ৬৯ হাজার ৮৮১ জনের মধ্যে অনুপস্থিত চার হাজার ৬২ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ লাখ ৯২ হাজার ২৪০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২০ হাজার ৬৫৫ জন, বরিশাল বিভাগে এক লাখ ৬৭ হাজার ৬৪৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতি ছিল ছয় হাজার ১৮৭ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ১৬ হাজার ৭৭৪ পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৩৩৫ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া বিদেশের ১২ কেন্দ্রের ৮০৮ পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন অনুপস্থিত ছিল।

অন্যদিকে, ইবতেদায়িতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ৯৪ হাজার ৬২১। এতে অনুপস্থিতি ছিল ৩৮ হাজার ৯১২ জন। এর মধ্যে রংপুর বিভাগে ৩২ হাজার ১০২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতি পাঁচ হাজার ৩৩৪ জন, রাজশাহীতে ৩৫ হাজার ২৫১ জনের মধ্যে অনুপস্থিত চার হাজার ৫০৯ জন, খুলনায় ২৭ হাজার ৮০৮ জনের মধ্যে তিন হাজার ৬৭৫ জন, ঢাকায় ৬০ হাজার ৭৩৫ জনের মধ্যে ৯ হাজার ৮৮২ জন, চট্টগ্রামে ৯৫ হাজার ৩৯৮ জনের মধ্যে ৯ হাজার ৩৫৬ জন, বরিশালে ২৬ হাজার ৪৮৯ জনের মধ্যে চার হাজার ১৯৮ জন এবং সিলেট বিভাগে ১৬ হাজার ৮৩৮ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিল।

উল্লেখ্য, সারাদেশে সাত হাজার ২৭৯টি কেন্দ্রে এক যোগে পিইসি- ইবতেদায়ি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে সাত হাজার ২৬৭ এবং দেশের বাইরে রয়েছে ১২টি কেন্দ্র। পরীক্ষা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে।