রাণীনগরে ৪ জনকে “গুণীজন” সংবর্ধনা
‘সম্মান ধরে রাখতে দেশ উন্নয়নে সততা ও দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করতে হবে’
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁ- ৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম বলেছেন,সন্তানদের লালন-পালনে সব চাইতে বড় অবদান পিতা-মাতার। সন্তান যখন গুনগত মানের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে বড় কোন পদে দ্বায়িত্ব পালন করে তখন অবশ্যই পিতা-মাতা সহ প্রতিবেশিরা গর্ভবোধ করে। তাদের উদ্দেশ্যে এমপি বলেন,এই সম্মান ধরে রাখতে হলে দেশের উন্নয়নের জন্য সততা ও দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করতে হবে। তাহলেই এই সম্মান দিনদিন আরো বৃদ্ধি পাবে। তোমাদের অনুসরণ করে নতুনরাও অনুপ্রাণিত হবে।
তিনি বলেন,এক সময় রাণীনগর জনপদ সর্বহারা-জেএমবি’রা শান্তিপ্রিয় জনসাধারণ কে নানান কায়দায় নির্যাতনের কারণে এখানকার বসবাসরত মানুষ গুলো জিম্মি দশায় ছিল। মানুষ তার সঠিক পরিচয় দিতে লজ্জাবোধ করতো। এমনকি নিজস্ব বসত ভিটা ছেড়ে নিজের জান-মাল রক্ষা ও ছেলে-মেয়েদের লেখা পড়ার জন্য গোপনে অন্য জায়গায় বাসা-বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে হতো। কিন্ত ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে এই জনপদ থেকে বিশেষ সংগঠনের সদস্যদেরকে আইন-শৃংখলা বাহিনীর শক্ত তৎপরতার মাধ্যমে বিতারিত করা হয়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণেই এটা সম্ভব হয়েছে। বর্তমানে রাণীনগর-আত্রাই উপজেলা শান্তি, নিরাপত্তা আর উন্নয়নের জনপদ হওয়ার কারণে এখানকার ছেলে-মেয়েরা গুনগত শিক্ষায় শিক্ষিত হয়ে জাতীয় উন্নয়নে তারা ভুমিকা রাখছেন।
শুক্রবার নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব ভবনে ৩৬ তম বি সিএস পরীক্ষায় উত্তীর্ণ ও বিভিন্ন দপ্তরে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪ জন কে “গুণীজন” সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাণীনগর উপজেলার খাগড়া গ্রামের মো: আল-এমরান (সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট), বলিদাগাছী-মালশন গ্রামের আবু রায়হান (সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) ,সরকাটিয়া গ্রামের শামস-ই তাবরীজ (সহকারি পুলিশ সুপার) ও সরিয়া গ্রামের মো: ইউনুস আলী (সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী) কে এই সংর্বোধনা দেয়া হয় ।
রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন