সময় বেড়েছে একুশে বইমেলার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/boymela-20180130142812.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অমর একুশে বইমেলা- ২০১৮ এর প্রতিদিনের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলা একাডেমির সদস্য সচিব ড. জালাল আহমেদ।
তিনি বলেন, গত কয়েক বছর বইমেলায় যে সময় ছিল তা এবার বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। যা এর আগে ছিল বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
তিনি আরও বলেন, ছুটির দিনে বরাবরের মতো থাকবে শিশু প্রহর। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টাকে শিশু প্রহর ঘোষণা করা হয়েছে। এরপর বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আর অমর একুশে ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।
এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সচিব আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক আন্দোলন ও মিডিয়া কমিউনিকেশনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিকাশের সিইও কামাল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন