সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না : জনপ্রশাসনমন্ত্রী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

সোমবার সংসদে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে এ তথ্য জানান। স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ বছর করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই।
.
ইসমাত আরা সাদেক বলেন, বিশ্ববিদ্যালয়সমূহে সেশনজট কমে আসায় বয়স বাড়ানোর প্রয়োজন বর্তমানে নেই। বর্তমানে সাধারণ প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

এর আগে বিকাল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

গত ১২ নভেম্বর দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়। এ অধিবেশন ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। এটা চলতি বছরে সংসদের শেষ অধিবেশন।