সরকারি নির্দেশনা অমান্য: দিনাজপুরে কোচিং সেন্টারকে লাখ টাকা জরিমানা
সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর জেলার সদর উপজেলার শহরের বড়বন্দর এলাকার স্বাস্থ্য বিধি উপেক্ষা করে পাঠদান কর্মসূচী অব্যাহত রাখায় “পড়া লেখা কোচিং সেন্টার” এর পরিচালক মহিন্দ্রনাথ রায়কে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর নেতৃত্বে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগ্ফুরুল হাসান আব্বাসী জানান, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারী নির্দেশনা না মেনে কোচিং সেন্টার পরিচালনা করায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়েছে।
তবে শহরের যেগুলো কোচিং সেন্টার গোপনে এখনো পরিচালনা করে আসছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে এমন হুশিয়ারি জানান তিনি।
এসময় সংশ্লিষ্ট ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পড়া লেখা কোচিং সেন্টারের পরিচালক মহিন্দ্রনাথ রায় একই সাথে পাঁচবাড়ী ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের দায়িত্বরত শিক্ষক করোনা পরিস্থিতিতেও দীর্ঘদিন স্বাস্থ্য বিধি অমান্য করে কোচিং পরিচালনা করে আসছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন