সরকারি নির্দেশনা পেলেই ট্রেন চালাতে প্রস্তুত রেলওয়ে
আগামী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে দেশে গণপরিবহন চালুর পরিকল্পনা করছে সরকার। তবে ওই দিন থেকে ট্রেন চলবে কি না তা এখনো নিশ্চিত নয়।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ট্রেন চলাচলে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সরকার ঘোষণা দিলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করবে ট্রেন। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা আসেনি।
শনিবার সকালে ২৯ এপ্রিল থেকে বাস চালুর বিষয়টি সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু ওই দিন থেকে ট্রেন যাত্রী পরিবহন করবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে বলেননি।
ওবায়দুল কাদের বলেন, দেশের চলমান লকডাউনের পর জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। গণপরিবহন চালু হলে অর্ধেক আসন খালি রেখে আগে যে ভাড়া নির্ধারণ ছিল, সে ভাড়ায় যাত্রী পরিবহন করতে হবে। অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন