সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তার সাবেক এমপি

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে এ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃআবদুছ ছাত্তার সাবেক এমপি।

(২ জুলাই) ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী গ্রামের ভূইয়া বাড়ীতে উন্নত বাংলাদেশ বিনির্মানে আমাদের প্রত্যাশা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্টিত হয়। সাবেক এমপি আবদুছ ছাত্তার উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বলেন বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে হলে আমরা সবাই আওয়ামীলীগের পক্ষে কাজ করতে হবে।আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি।সেজন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি।জননেতা আবদুছ ছাত্তার সাবেক এমপি আরো বলেন সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহবান করেন।আমি সকলের সহযোগীতা কামনা করছি।এসময় আওয়ামীলীগের নেতা-কর্মি ও সাধারন লোকজন উপস্থিত ছিলেন।