সরকার এতো অত্যাচার নির্যাতন করেছে যে সমঝোতার প্রশ্নই উঠে না : জামায়াত
সরকার কিংবা ক্ষমতাসীন দলের সঙ্গে জামায়াত ইসলামীর সমঝোতার প্রশ্নে দলটির নেতারা বলেছেন, সরকারের সঙ্গে জামায়াতের সমঝোতার কোনো প্রশ্নই উঠে না।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন।
নতুন কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এদিন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, সরকারের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই উঠে না। জামায়াতের ওপর এতো অত্যাচার নির্যাতন হয়েছে, সেই দলের সমঝোতার কোনো সুযোগ নেই। সভা সমাবেশ করা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। অন্য দলও সমাবেশ করছে, তার মানে তারা কি সরকারের সঙ্গে সমঝোতা করছে? তাহলে জামায়াত সমাবেশ করতে গেলে এ প্রশ্ন আসবে কেন?
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতার কথা নাটক ছাড়া কিছু নয়। জামায়াত সহিংসতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে নাশকতার অপপ্রচার করছে। অতীতে দেখা গেছে এর সঙ্গে তারাই জড়িত। আসলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন