সরকার বিএনপি-ফোবিয়ায় ভুগছে : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ ঘোষণার পর থেকে সরকার বিএনপি-ফোবিয়ায় (বিএনপি-আতঙ্ক) ভুগছে। এ কারণেই বিএনপির নেতাকর্মীদের নতুন করে গ্রেপ্তার শুরু হয়েছে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি করে কিছুই পায়নি পুলিশ। তিনি প্রশ্ন করে বলেন, তাহলে কোন গোয়েন্দাদের তথ্যে এই তল্লাশি চালানো হয়েছে ।
নির্বাচনের সময় ঘনিয়ে আসছে দেখে সরকার ভীত হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই ২০৩০ দেওয়ার পরেই আওয়ামী লীগের মাথা গেছে খারাপ হয়ে। তার পর থেকেই আওয়ামী লীগের নেতা-নেত্রীরা এমন এমন কথাবার্তা বলছে, যাতে এখন অনেকেই সন্দেহ করছে যে, তারা আদৌ সুস্থ আছে কি না।’
‘বিএনপি-ফোবিয়াতে ভুগতে শুরু করেছে, যে কারণে আবার নতুন করে বেআইনিভাবে গ্রেপ্তার যে বাণিজ্য, সেটা আবার শুরু করেছে।’
বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ভূমিকার সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘উচ্চাভিলাষী কর্মকর্তারা মনে করছেন যে, এটা চিরস্থায়ী বন্দোবস্ত। এই সরকার চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে না। যারা আজকে বেআইনি কাজ করছেন, আইনের বাইরে গিয়ে কাজ করছেন, জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’
এদিকে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, একদলীয় নির্বাচন করতে চাচ্ছে সরকার ও নির্বাচন কমিশন।
‘আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প আমাদের নাই। যদি মনে করেন যে, সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ রাজি হয়ে যাবে, আমাদের দাবিতে আর সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যবস্থা করার জন্য একটা সহায়ক শক্তির ব্যাপারে, সরকারের ব্যাপারে তাঁরা সম্মতি দেবেন, এটা কখনোই দেবেন না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন