সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে শুরু হলো যবিপ্রবি’র আইইএলটিএস বিষয়ক প্রশিক্ষণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) ছাত্র, পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে উদ্বোধন হলো তিন দিন ব্যাপী আইইএলটিএসের প্রস্তুতি বিষয়ক সেমিনার। ‘তুমিই পারবে’ প্রোগ্রামের আওতায় ও জাস্ট রিসার্চ সোসাইটি’র সহযোগিতায় প্রথম দিনে তিনটি সেশন অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রোববার (১৭ই আগস্ট) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরিফ হোসেন গ্যালারিতে সহকারী ছাত্র পরামর্শক মো. সাব্বির হোসেনের সঞ্চালনায় সেমিনার উদ্বোধন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
আইইএলটিএসের প্রস্তুতি বিষয়ক এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আনোয়ার। এদিন আইইএলটিএসের রাইটিং অংশের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের রিসোর্স ম্যাটেরিয়ালস্ হিসেবে তৈরি করার জন্য অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি। আজকের এই আয়োজন তারই একটি অংশ। ভবিষ্যতে আমাদের আরো পরিকল্পনা রয়েছে যা তোমাদেরকে আরো সমৃদ্ধ করবে।
তিনি আরো বলেন, তোমরা জানো আমরা ইতোমধ্যে মাস্টার্সে যারা থিসিস করবে তাদের জন্য ফেলোশিপ চালু করেছি। যা বাংলাদেশের মধ্যে নতুন। এই ফেলোশিপ তোমাদেরকে রিসার্চে আরো মনোযোগী করবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন