সহায়ক সরকারের পাশাপাশি নির্বাচনে সেনা চান খালেদা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/Khaleda20170626144042.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণ ভোটও দিতে পারবে না উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার পাশাপাশি সেনা মোতায়নের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ দাবি জানান।
খালেদা জিয়া বলেন, গত ১০ বছরে আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষও পরিবর্তন চায়। এই সরকারে কাছ থেকে জনগণ আর ভালো কিছু আশা করে না।
তিনি বলেন, সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। জনগণ ভোটও দিতে পারবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনাবাহিনী মোতায়ন করতে হবে।
মানুষের মনে ঈদের আনন্দ নেই দাবি করে বিএনপি চেয়ারপারসন আরও বলেন, পাহাড়ধস ক্ষতিগ্রস্থদের প্রতি সরকারের নজর নেই। হাওরবাসীদের মনে আনন্দ নেই। ঈদের আগে যানজটের ভোগান্তি মানুষকে নাজেহাল করে দিয়েছে। সড়কে মৃত্যুর মিছিল শোক আরও বাড়িয়ে দিয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন