সাঁথিয়ায় শিক্ষিকাকে কুপিয়ে জখম করল বখাটে
পাবনার সাঁথিয়া উপজেলায় মাদ্রাসার এক শিক্ষিকাকে কুপিয়ে গুরুতর জখম করেছে আতিকুল (২৯) নামের এক বখাটে। বুধবার সন্ধ্যায় সাঁথিয়া-বেড়া সড়কের ছেচানিয়া ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর গ্রামের এক সন্তানের জননী ওই নারী ছেচানিয়া মেমোরিয়াল দাখিল মাদ্রাসার শিক্ষকতা করেন। প্রতিদিনের মতো বুধবার তিনি মাদ্রাসায় ছুটি শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে সাঁথিয়া-বেড়া সড়কের ছেচানিয়া ব্রিজের ওপর পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে এলাকার বখাটে আতিকুল ভ্যান থামিয়ে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিক্ষিকাকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠান।
আহত শিক্ষিকার মা জানান, মাদ্রাসায় যাতায়াতের পথে দীর্ঘ দিন ধরে বখাটে আতিকুল তাঁর মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে অভিযোগ দেওয়ার পরও কোনো ফল হয়নি।
ফরিদা বেগমের অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্যান ঠেকিয়ে তাঁর মেয়েকে হত্যার উদ্দেশে আতিকুল এ ঘটনা ঘটিয়েছেন।
এ ব্যাপারে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ আলম ও মাদ্রাসার সুপার আবদুল মতিন সাংবাদিকদের জানান, ঘটনাটি খুবই ঘৃণিত। তারা এর উপযুক্ত বিচার দাবি করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন