সাংবাদিকক মারুফকে মারধর করায় নিন্দা জানালেন বাংলাদেশ কংগ্রেস
সাংবাদিকক মারুফকে মারধর করায় নিন্দা জানালেন বাংলাদেশ কংগ্রেস।
সোমবার সাংবাদিক রায়হান কবির (মারুফ)কে মারধর করে শিক্ষক কামরুজ্জামানসহ তার কিছু ছাত্ররা। এক পর্য়ায়ে মাটিতে লুটিয়ে পড়েন সাংবাদিক। তার বুকের মধ্যে আঘাত করেন তারা।
এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেস। সোমবার দুপুরে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এ নিন্দা জানান।
এ বিষয়ে সাংবাদিক রায়হান কবির (মারুফ) বলেন, আমার ছোট ভাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের এক ৮ম শ্রেনীর ছাত্র। রবিবার সন্ধ্যায় কামরুজ্জামান নামে এক কৌচিং শিক্ষক তাকে মারধর করেন। আমি আজ প্রতিবাদ করতে গেলে আমাকেও কামরুজ্জামান স্যারের নির্দেশে রামিমসহ ২০ জনের মত মারধর করে। আর বলে সাংবাদিক গোনার সময় নাই। আমার সাথে কিছু আওয়ামীলী নেতা আছে। আপনারা আমার … ফালাতে পারবেন না।
এদিকে রাশেদুজ্জামান নীরব নামেও এক সাংবাদিককে প্রতিবাদ করলে তাকেও লাঙ্চিত করে তারা। এ বিষয়ে আমি সাধারন জিডি করি। আমার বুকে খুব ব্যাথা শুরু হয়েছে। আমার যদি কিছু হয় তার জন্য দায়ি কামরুজ্জামান নামে এই শিক্ষক আর বিশেষ করে রামিম নামে তার ছাত্র।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন