সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/Shibganj-pic-17.05.2023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১৭ জুন শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার বঙ্গবন্ধু স্কয়ারে শিবগঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ—সভাপতি বাবু রতন কুমার রায়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক ভোরের দর্পনের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ রুবেল।
সাংবাদিক খালিদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক জয়যুগান্তরের শিবগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম রবি, রাবি’র গণযোগাযোগ ও সাংবাকিতা বিভাগের শিক্ষার্থী সাজু মিয়া দৈনিক প্রতিদিনের সংবাদের শিবগঞ্জ প্রতিনিধি কনক দেব, দৈনিক নয়া দিগন্তের শিবগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক ভোরের ডাকের শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা, দৈনিক আজকের জনবানীর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুজ্জামান, শাহজাহান আলী, গোলাম রব্বানী শিপন, গোলজার রহমান, আনিসার রহমান দুলাল, সাইদুর রহমান সাজু, সাইফুল ইসলাম, কামরুল হাসান, তাহেরা জামান লিপি, শিখর চন্দ্র টুটুল, উৎপল কুমার মোহন্ত, আব্দুর রহিম, আজিজুল হক বিপুল, আব্দুর রহমান, মিনহাজ, ওয়াসিম, সাবিত, ওসমান গণি, মিজানুর রহমান, জহুরুল ইসলাম সৈকত, জাহেদুল ইসলাম, শাকিল আহমেদ, মোহসিন, আতাউর রহমান, হারুনুর রশিদ, মোস্তাকিম রুবেল, রায়হান আলী, রাব্বী হাসান সুমন, রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন