সাংবাদিক পুত্র হাসবির প্রথম জন্মদিন পালন
দৈনিক গ্রামের কাগজ ও আওয়ার নিউজ বিডির সাংবাদিক মোঃ শাহারুল ইসলাম রাজের ছোট ছেলে মোঃ অমিত হাসান (হাসবির) বয়স ১বৎসর পুর্তি উপলক্ষে প্রথম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে ২০২৪ সালের ১৭ জানুয়ারি আজকের এই দিনে মোঃ শাহারুল ইসলাম (রাজ) ও মোছাঃ জাকিয়া আফরোজ (লাকি) দম্পত্তির ছোট ছেলে মোঃ অমিত হাসান (হাসবির) জন্ম হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাগুড়ী বেলতলায় নিজস্ব বাসভবনে পারিবারিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মোঃ অমিত হাসান (হাসবির) জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন অনুষ্ঠানে নিকট আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীরা উপস্থিত ছিল।
এসময় শাহারুল ইসলাম রাজের একমাত্র ছেলে মোঃ অমিত হাসান হাসবির প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে হাসবির বাবা, মাসহ, দাদা, দাদি, নানা, নানী, মামা, মামি, কাকা, কাকি, আত্মীয়-স্বজনদের কাছে দোয়া কামনা করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন