সাংবাদিক মনির উপর হামলার নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বে-সরকারী হাসপাতালে নেয়ার তথ্য সংগ্রহ করার সময় “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” ও টিভি চ্যানেল “নিউজ টুয়েন্টিফোর” সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামের উপর ডাক্তার বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
নেতৃবৃন্দ অনতি বিলম্বে ডাঃ হাফিজুল্লাহ সহ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উল্লেখ্য, শনিবার (৮ মার্চ ‘২৫) রাতে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ডাঃ হাফিজুল্লার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন