সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে সাতক্ষীরার শ্যামনগরে যুব কর্মশালা

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান বারসিক।
শনিবার (৩০ আগস্ট) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।
বারসিক ২০০১ সাল থেকে উপকূলীয় শ্যামনগর জনপদে স্থানীয় প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, কৃষিপ্রাণবৈচিত্র্য সম্প্রসারণ এবং লোকায়ত জ্ঞানের ভিত্তিতে গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে। একইসঙ্গে উপকূলের প্রাণ-প্রকৃতি, কৃষি প্রতিবেশ ও জলবায়ু সুরক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত করে সচেতনতা ও আন্দোলনের কাজও পরিচালনা করছে। মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানকার যুবকরা।
কর্মশালায় বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক। তিনি যুবদের সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন।
কর্মশালায় শ্যামনগরের ২৫ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তার মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি কিভাবে নিজের সংগঠন, সমাজ ও জাতীয় পর্যায়ে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পারেন, তা শিখে।
প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করা সময়ের দাবি। ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে সাইবার নিরাপত্তা জ্ঞান অপরিহার্য।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সাইফুদ্দিন সিদ্দিক, সিডিও’র মোঃ হাফিজ, শরুব ইয়ুথ টিম এর জান্নাতুল নাঈম, নিরাপদ উপকূল চাই আন্দোলন এর মোমিনুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের আব্দুল আলিম, এসএসএসটির সাইদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের নুর নহার পারভীন, নকীপুর পাইলট স্কুলের শিক্ষার্থী আনিকা তাবাসসুম প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় শ্যামনগরের বিভিন্ন যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন। এর মাধ্যমে যুব সমাজ নিজেদের দক্ষতা বাড়িয়ে কেবল ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে নয়, জাতীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন