সাকিবের সিংহাসন হাফিজের দখলে!
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হটিয়ে সিংহাসনে বসেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
সম্প্রতি প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন হাফিজ। অন্যদিকে ৩৪৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব আল হাসান।
এ নিয়ে নবমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারের র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করলেন হাফিজ।
তবে দীর্ঘদিন তিনি এ অবস্থান ধরে রাখতে পারবেন না। কারণ দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে তার বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে।
এ নিয়ে মাঠের আম্পায়ররা অভিযোগও করেছেন। অভিযোগের বিষয়ে হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। বিষয়টি প্রমাণ হলে হাফিজের কপালে খারাপ কিছুই অপেক্ষা করছে।
এদিকে অলরাউন্ডার র্যাংকিংয়ে পেছালেও ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন সাকিব। বর্তমানে তিনি রয়েছেন ১৯তম অবস্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করা রুবেল হোসেন এগিয়েছেন সাত ধাপ। টাইগার পেসার বর্তমানে ৬১ নম্বর র্যাংকিংয়ে রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন