সাকিব দলে না থাকায় আক্ষেপ করে যা বললেন মুশফিক
দলের অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে খেলা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা থাকে মুশফিকুর রহিমের বিশেষ করে ফরম্যাটটা যখন টেস্ট- যেখানে কিনা এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ, দুশ্চিন্তা তখন একটু বেশিই থাকে। আক্ষেপ মুশফিকের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে থাকছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণটা অবশ্য সাকিবের ব্যক্তিগত। টেস্ট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়েছেন সাকিব। আর তাতে স্বভাবতই সায় দিয়েছে বোর্ড।
তবে সাকিবের এমন আকস্মিক ছুটিতে খুশি নন মুশফিক। অভিষেকের পর এবারই প্রথম স্বেচ্ছায় ক্রিকেট থেকে দূরে থাকছেন সাকিব। ফরম্যাটটি টেস্ট হওয়ায় এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক মুশফিক খুশি নন বিষয়টিতে।
সম্প্রতি দেশের শীর্ষ স্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিক বলেন, ‘দলের অধিনায়ক হিসেবে অবশ্যই আমি ব্যাপারটায় খুশি নই।’
তবে সাকিবের সিদ্ধান্তটি ব্যক্তিগত বলে এতে পূর্ণ শ্রদ্ধা আছে মুশফিকের। তিনি বলেন, ‘সাকিব কাজের চাপ থেকে মুক্তি পেতে বিশ্রাম চেয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই।’
মুশফিক বলেন, ‘সে যদি ইনজুরির শিকার হতো, তাকে ছাড়াই আমাদের খেলতে হতো। এটা জীবনেরই অংশ।’
বিশ্রামের কারণে সাকিব দল থেকে বাদ পড়ায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের শততম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আগে সেই যে টেস্ট খেলেছিলেন মাহমুদউল্লাহ, এরপর আর সাদা পোশাক গায়ে জড়ানো হয়নি তার। অভিজ্ঞ এই ক্রিকেটার দলে ফেরায় মুশফিক খুঁজে পাচ্ছেন স্বস্তি।
মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকার স্বামী মুশফিক বলেন, ‘রিয়াদ ভাইকে দলে নেওয়ায় আমাদের দলের অভিজ্ঞতা বাড়ল। তিনি আমাদের দলের পুরনো অস্ত্র। তবুও আমি বলবো- সাকিব সাকিবই। তাকে আমরা ভীষণ মিস করতে যাচ্ছি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন