সাগরপথে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতি রাত ও শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল আছাদুদ-জ্জামান চৌধুরী।
এ সময় বাংলাদেশি দুই দালালকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর থেকে ১২ রোহিঙ্গা উদ্ধার ও একজন দালালকে আটক করা হয়।
অন্যদিকে শুক্রবার ভোরে নোয়াখালীপাড়া উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ১৮ রোহিঙ্গা উদ্ধার ও একজন দালালকে আটক করা হয়।
আটককৃত দুই দালালের নাম মহিবুল্লাহ (২০) ও মো. হুমায়ুন (১৮)।
লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জ্জামান চৌধুরী বলেন, দালালের খপ্পরে পড়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিল ৩২ জন। এর মধ্যে ৩০ রোহিঙ্গা ও দুই বাংলাদেশি দালাল। রোহিঙ্গাদের মধ্যে ১৭ নারী, সাত শিশু ও ছয়জন পুরুষ রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন