সাগরে ডুবল ৪ ট্রলার, ১২ জেলে নিখোঁজ
কক্সবাজারে নিম্নচাপের প্রভাবে পূর্ণিমার জোয়ারে নিম্নাঞ্চলের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বসতবাড়ি। উত্তাল সাগরে ডুবে গেছে চারটি মাছ ধরার ট্রলার। এতে অন্তত ১২ জন জেলে নিখোঁজ রয়েছে। সেন্টমার্টিনে বিধ্বস্ত হয়েছে অন্তত ১৫টি বসতবাড়ি।
গতকাল রোববার রাত থেকে কক্সবাজারে ভারি বৃষ্টি এবং ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে। রাত সাড়ে ৮টা থেকে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকে জেলাবাসী। এতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, টেকনাফে একটি মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ রয়েছে। অপরদিকে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে সাগরে তিনটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আহত অবস্থায় পাঁচ জেলেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে অন্তত ১১ জন জেলে নিখোঁজ রয়েছে।
এদিকে জেলার ধলঘাটা, কুতুবদিয়া ও শাহপরীর দ্বীপের অর্ধশতাধিক গ্রাম পূর্ণিমার জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন